জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি গ্রামের দু’সন্তানের জননী নবীরণ নেছা বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উপজেলার জামজামি গ্রামের কৃষক ইজাল উদ্দিনের স্ত্রী নবীরণ নেছা (৪৮)। তার রয়েছে দু’সন্তান। পরিবারের সদস্যরা জানান, পেটের ব্যথা সইতে না পেরে তিনি গত শনিবার বেলা ১০টার দিকে বিষপান করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হারদি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থা ক্রমেই অবনতি হলে পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরিয়ে আনেন। একপর্যায়ে গতকাল রোববার বিকেল ৩টার দিকে গৃহবধূ নবীরণ নেছা মারা যান। গতকাল রোববারই থানা পুলিশের অনুমতি নিয়ে সন্ধ্যায় লাশের দাফন সম্পন্ন করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।