শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে

মেহেরপুরের মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে এমপি দোদুল

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের সকল পর্যায়ে উন্নতি ঘটাচ্ছেন। তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা। বেড়েছে পাসের হার। বছরের প্রথম দিনে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ বই ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা।
বিশ্বব্যাপী শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। জেলার বিভিন্ন উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে প্রধান অতিথি আরও বলেন, ভৈরব নদী খনন ছাড়াও ঐতিহাসিক মুজিবনগরে উন্নতমানের শিশু পার্ক, পর্যটকদের উন্নতমানের হোটেল এবং রেলপথ সংযোগের কাজ এ বছরে শুরু হবে। তিনি আরও বলেন, যখন বিএনপি, জামায়াত সরকার ক্ষমতায় ছিলো। তখন চুরি-ডাকাতি ছিলো, রাত জেগে পাহারা দিতে হতো, এখন ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারে। আজ বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে। দেশের এ উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য পরবর্তীতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উদ্যোগে ৭০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তির একতলা একাডেমি ভবন উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, মোনাখালী ইউপি আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, সম্পাদক জামাত আলী, দারিয়াপুর ইউপি আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, যুগ্মআহ্বায়ক বেলাল হোসেন বিপ্লব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা পরিবেশন করে ছাত্র-ছাত্রীসহ স্থানীয় শিল্পিবৃন্দ।

Leave a comment