মাদক মামলার আসামি হিজলগাড়ির জিনারুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল মামলার পলাতক আসামি চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ি বাজারপাড়ার জিনারুল ওরফে জনিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিনারুলকে চুয়াডাঙ্গা সদর থনায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ইব্রাহীম গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফুরশেদপুর গ্রামে অভিযান চালিয়ে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারপাড়ার শুকুর আলীর ছেলে জিনারুল ওরফে জনিকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ বলেছেন, গ্রেফতারকৃত জিনারুল মাদক মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃতকে রাতেই সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য, গত রোববার হিজলগাড়ি পুলিশ ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন হিজলগাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের ছেলে তরিকুল ইসলামকে (৩০)। সে মামলার পলাতক আসামি করা হয় জনিকে।

Leave a comment