গাংনীতে মতবিনিময় সভায় ছাত্রীদের উদ্দেশে পুলিশ সুপার আনিছুর
গাংনী প্রতিনিধি: মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, মাদকাসক্তের সংসার থাকে না, থাকে না কোনো স্বজন। মাদকের টাকা জোগাড় করতে সে নিজের সন্তানকেও বিক্রি করতে পিছপা হয় না। তাই কোনো মাদকাসক্তকে বিয়ে করার চেয়ে কুমারি থাকা অনেক ভালো। গতকাল শনিবার দুপুরে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ সভাকক্ষে মতবিনিময় সভায় ছাত্রীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদক, জঙ্গি, ইভটিজিং ও বাল্যবিয়েসহ সম-সাময়িক বিষয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। প্রধান অতিথি বক্তৃতায় মাদক সেবনের ব্যাপারে বর্তমান প্রজন্মকে নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, উচ্ছৃঙ্খল কিছু মেয়ে মাদক সেবন করে থাকে। কিন্তু সকল মেয়ে মাদকের সাথে জড়িত নয়। এক্ষেত্রে ছেলেদের সংখ্যাই বেশি। এর বেশি প্রভাব পড়ে সংসারে বিশেষ করে স্ত্রীর ওপর। স্ত্রীকে সে প্রতি পদে পদে যন্ত্রণা দেয়। গয়নাগাটি চুরি করে বিক্রি করে। পেটের সন্তানকেও বিক্রি করে। তার সাথে কোনোপ্রকার সম্পর্কই থাকে না। তাই বিয়ের আগে অভিভাবকদের মাধ্যমে ছেলের মাদকাসক্তের বিষয়টি নিশ্চিত হতে মেয়েদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলায় আর কোনো ইভটিজিং নয় উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, ইভটিজিঙের বিষয়ে আমাদের অবস্থান খুবই শক্ত। খবর পাওয়ার সাথে সাথেই অ্যাকশন। ইভটিজিং প্রতিরোধে মেয়েদের চলার পথে পুলিশের কড়া নজরদারি রয়েছে। ইভটিজিং বিষয়ে তথ্য দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার, ডিআই-১ ফারুক হোসেন ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ পিটিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান আতু। স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন গাংনী থানার এসআই আমিনুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।