ভুট্টো যশোরের পঙ্গুতে চিকিৎসাধীন : দামুড়হুদা থানায় মামলা হতে পারে আজ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় একদল যুবকের নৃশংসতার শিকার মাসুদ রানা ভুট্টোকে যশোরের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার শরীরে দিতে হয়েছে অসংখ্য সেলাই। এদিকে গতকাল পর্যন্ত মামালা হয়নি। ভুট্টোর ভাই আমজাদ বাদী হয়ে আজ দামুড়হুদা থানায় মামলা দায়ের করতে পারেন।
দামুড়হুদা দশমীকর আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা ভুট্টোকে (৩৮) গতপরশু শুক্রবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডের নিকটস্থ একটি চা দোকানের পাশে নৃশংসভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে একদল যুবক। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, পরে নেয়া হয় যশোরে। ভুট্টোকে হত্যার জন্যই বাধন তার সাঙ্গপাঙ্গকে সাথে নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এ মর্মে অভিযোগ তুলে বাধন, লিখন, সোহাগ. বাউল, করিম, শাওনসহ ৯-১০ জনকে আসামি করা হতে পারে মামলায়।
সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, ভুট্টো ৫ মাস আগে বাধনকে মারেনি, মার্কেটে মারামারিতে সে আহত হয়। অপরদিকে গতকাল প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন, দামুড়হুদার যুবলীগের শাহিন, শরিফুল ও আরিফুল। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ভুট্টোর বক্তব্য সঠিক নয়। মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। মামলায় ফাঁসানোর পরিকল্পনা নিয়েই ভুট্টো হাসপাতালে সাংবাদিকের কাছে আমাদের নাম বলেছে। আমরা যে ওই ঘটনার সাথে আদৌও জড়িত নয় তা দামুড়হুদার প্রতিটি মানুষ অবগত আছে। পত্রিকায় আমাদের নাম জড়িয়ে দেয়ায় সামাজিকভাবে আমাদের সম্মান ক্ষুণœ হয়েছে। আমরা প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Leave a comment