ঝিনাইদহ প্রতিনিধি: প্রশাসনিক কারণ দেখিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত রাতে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। গত ৪ জানুয়ারি জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশকোচ সোনারতরী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতিকালে সোনারবারসহ মূল্যবান মালামাল লুট করা হয়। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সংশ্লি¬ষ্ট থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরই মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো। এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি দিদারুল আলম মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।