জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ডে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সেলিনা খাতুন (৪৮) উপজেলার আন্দুলবাড়িয়া শেখপাড়ার আতিয়ার রহমানের স্ত্রী। এসময় তিনি খয়েরহুদা গ্রামের পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, আন্দুলবাড়িয়া শেখপাড়ার আতিয়ার রহমানের স্ত্রী ৩ সন্তানের জননী সেলিনা খাতুন পিতার বাড়ি খয়েরহুদা থেকে স্বামীর বাড়ি ফেরার জন্য বিকেলে রওনা হন। মনোহরপুরে এসে পৌঁছুনোর পর অসাবধানতাবশত রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সেলিনা খাতুনের মৃত্যু হয় বলে জানা গেছে।