জীবননগরে ক্লিনিকে বুকজোড়া লাগা যমজ শিশুর জন্ম

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রসূতি মা বুকজোড়া লাগা যমজ শিশু প্রসব করেছেন। যমজ শিশুর পৃথক মাথা, মুখ, হাত ও পা থাকলেও বুকের অংশ জোড়া লাগা। তাদের যৌনাঙ্গ দেখতে না পাওয়ার কারণে তারা ছেলে না মেয়ে তার বোঝা একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। গত শুক্রবার রাতে শহরের জনতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে বুকজোড়া লাগা দু’শিশুর জন্ম হয়।
নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন তোয়া সাংবাদিকদের জানিয়েছেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের চাষি শফিকুল ইসলাম তার স্ত্রী জহুরা খাতুনকে (৩৪) সন্তান প্রসবের জন্য গত শুক্রবার সন্ধ্যায় জনতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করেন। রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম মিল্টন অপারেশনের মাধ্যমে বুকজোড়া লাগা দু’শিশু ভূমিষ্ঠ করান। দু’শিশুর যৌনাঙ্গ শরীরের ভেতরে ঢেকে থাকায় তারা কন্যা না পুত্র তা বোঝা যাচ্ছে না। বর্তমানে মা ও বুকজোড়া লাগা শিশু উভয়ে সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে সন্তান দুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বুকজোড়া যমজ শিশুর বাবা কৃষক শফিকুল ইসলাম জানান, আমার আরও তিন কন্যাসন্তান আছে। পুত্র সন্তানের আশায় আবারও তারা সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম হলো বুকজোড়া লাগা যমজ শিশুর। আমাদের মতো গরিব মানুষের পক্ষে উন্নত চিকিৎসা করা দুরূহ ব্যাপার বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বুকজোড়া লাগা যমজ শিশুকে পৃথক করতে হলে তাদেরকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে অপারেশনের মাধ্যমে জোড়ালাগা শিশু দুইটি পৃথক করা সম্ভব বলে তিনি মতামত প্রকাশ করেন।

Leave a comment