চুয়াডাঙ্গার আবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা শাহাপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার তার নিজ গ্রাম শাহাপুরে সেনাবাহিনীর একটি চৌকশদল গার্ড অব অনার প্রদানের পর দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আত্তাব আলী ম-লের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে বাইসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে ঢাকা রেডিসন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ গতকাল শনিবার সকাল ৯টার দিকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার শাহাপুরে নিয়ে আসা হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ব্রিগেড যশোরে সংবাদ পাঠানো হয়। গতকাল শনিবার বেলা ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ব্রিগেডের একটি চৌকশদল শাহাপুরে পৌঁছায়। সেনাবাহিনীর উদ্যোগে গার্ড অব অনার প্রদান শেষে লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর আটেলারি কোম্পানির সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাজান আলীসহ ১৮ সদস্যের একটিদল। এছাড়া উপস্থিত ছিলেন যশোর আমদাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জামাত আলী ম-ল, শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সহসভাপতি জিয়াউর রহমান প্রমুখ।