আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

স্টাফ রিপোর্টার: আজ রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে বহু কাঙ্ক্ষিত ৫৩তম বিশ্ব ইজতেমা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাবলিগ জামাতের অন্যতম সূরা সদস্য বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে ইমান ও আমলের ওপর হেদায়েতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আয়োজকদের ধারণা, তীব্র শীত না থাকায় আখেরি মোনাজাতে দেশ-বিদেশের ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। ইতোমধ্যে মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে উঠেছেন। আজ রোববার মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ ঢল অব্যাহত থাকবে। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দান থেকে চেরাগ আলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড, কামারপাড়া, উত্তরা, বিমানবন্দর সড়ক ও আশপাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে বাড়তি মাইকের ব্যবস্থা করা হয়েছে। এদিকে গতকাল শনিবার ইবাদত-বন্দেগি, জিকির-আসকারের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন মুসল্লিরা। গতকাল শনিবার ফজরের নামাজের পর থেকে খিত্তায় খিত্তায় অবস্থান নেয়া মুসল্লিরা দেশ-বিদেশের বরেণ্য আলেমদের বয়ান শুনেছেন। ফজরের নামাজের পরপরই বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্যদিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর একসাথে জোহরের নামাজ আদায় করেন ইজতেমায় আসা দেশি-বিদেশি লাখো মুসল্লি। বাদ জোহর সোমালিয়ার মাওলানা শায়েখ ইসমাইল, বাদ আছর বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ মাগরিব বাংলাদেশের হাফেজ মাওলানা যুবায়ের বয়ান করেন।