কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ক্রিকেট টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোক্তারপুর মাঝপাড়া একাদশ উপজেলার বসতী একাদশকে ২৪৩ রানে পরাজিত করেছে। গতকাল শুক্রবার মোক্তারপুর খেলার মাঠে বেলা ৩টার সময় মাঝপাড়া একাদশ টস জিতে ব্যাটিঙে করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৬ রান করে। দলের পক্ষ্যে অধিনায়ক স্বপন সর্বোচ্চ ১২০ ও পারভেজ ৬০ রান করেন। ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ ইউকেটে ১৩ রান করতে সক্ষম হয়। খেলায় স্বপন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন মো. শহিদুল ও রাসেল।