খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী : চুয়াডাঙ্গা মেহেরপুরে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: গতকাল ছিলো ১৯ জানুয়ারি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। এ দিবসে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। চুয়াডাঙ্গায় পৃথক তিনটি স্থানে তিনটি অংশ অভিন্ন কর্মসূচি পালন করেছে বলে খবর পাওয়া গেছে। অপরদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছে বিএনপি। আর সেটা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার হবে। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রা শুরুর আগে এ কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে। আজকে দেশ গণতন্ত্র হরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি।
মিছিলের আগে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বক্তব্যের পর বিএনপি মহাসচিব বেলুন ও শাদা কবুতর উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি কাকরাইল মোড়, শান্তিনগরে হয়ে নয়া পল্টনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুসহ হাজার হাজার নেতাকর্মী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজস করেই নির্বাচন কমিশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত করেছে।
‘বিএনপির নেতার কারণে নির্বাচন স্থগিত হয়েছে’ আওয়ামী লীগের এ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এটা তাদের অপরাধ এড়িয়ে যাওয়ার বক্তব্য। কে করেছে, এটা তো বড় কথা নয়। মামলা কেনো হয়েছে এবং নির্বাচন কেনো স্থগিত হলো। কারণ ঢাকা সিটি করপোরেশনে নতুন যে ইউনিয়নগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোর সীমানা নির্ধারণ করা হয়নি। ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। যার ফলে ডিএনসিসি নির্বাচন স্থগিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রুপকার আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র কার্যালয়ে সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির আয়োজনে ‘বাংলাদেশের স্বাধীনতা ও মেজর জিয়া’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালিদ মাসুদ মাস্টার, জেলা আইনজীবী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনসহ বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা বড়বাজার রজব আলী সুপার মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সিদ্দীক আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, পৌর বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্তা, বিএনপি নেতা বদর উদ্দীন বাদল, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা সামিউল হক শিমুল। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন, আসাদুল হক বটলু, আহসান আল হাবিব বাপ্পি, মাসুদ রানা আপেল, সালাম, রুবেল, মজনু, শাহাজামাল, আরিফ হোসেন, আমিরুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহম্মেদ শিপ্লব, পিয়াস, সামিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার।
অপরদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুলের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুল হক শিপুলের সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরদার আলী হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক হামিদুল হক টুটুল, সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রদল সদস্য গোলাম হোসেন বিপ্লব, সদস্য আমানউল্লাহ বাবুল। এছাড়া বক্তব্য রাখেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ, জাহিদুল হোসেন জুয়েল, তানভীর হোসেন, সদর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তানজিব সরোয়ার, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য এখলাচুর রহমান রাসেল, সদস্য মাসুদ রানা, আমিনুল ইসলাম রশীদ, মাসুম, সুমন, সমশের, রাকিব প্রমুখ। বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করে।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালন করেছে মেহেরপুর গাংনী উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেনের গাংনীস্থ বাসভবনে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে জন্মবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপি’র দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, কাথুলী ইউপি বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধানখোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তাক আহম্মেদ, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুজ্জামান বুদু, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক ডাকু, যুবদল নেতা ইকরামুল হাসান ও ছাত্রদল নেতা জাহিদ হাসানসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আমজাদ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত ধরেই এদেশে সকল শ্রেণি-পেশার মানুষ রাজনীতি করার সুযোগ পেয়েছেন। কিন্তু বর্তমান সরকার আজ সে পথ রুদ্ধ করেছে। গণতন্ত্র পুরুদ্ধারের মধ্যদিয়ে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
এদিকে, মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনী উপজেলা রাজনৈতিক কার্যালয়ে গতকাল বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবনী তুলে ধরেন বক্তারা। দো’আ মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাও. আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আহসান হাবীব বাবু। অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা শ্রমিক দল সভাপতি গিয়াস উদ্দীন, সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান, যুবদল নেতা চপল বিশ্বাস, পৌর ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বামন্দী ইউপি যুবদল সভাপতি হারুন-অর-রশিদ বাচ্চু, যুবদল নেতা সোহরাব উদ্দীন, জামাল উদ্দীন, আশিক, মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাওছার আলীসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রয়োজনেই রাজনীতিতে এসেছিলেন ক্ষণজন্ম জিয়াউর রহমান। তার হাত ধরেই এদেশের মানুষ উন্নয়নের সড়কে উঠেছিলেন। কিন্তু ঘাতকেরা তা বেশিদূর এগোতে দেয়নি। বিএনপির চেয়ারপার্সন দীর্ঘদিন ধরেই জিয়াউর রহমানের অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু শাসক দলের শোষণের কারণে তা ভেস্তে যাচ্ছে। এই পথ থেকে উত্তরণ চাইলে আগামি নির্বাচনে ধানের শীষ বিজয়ের কোনো বিকল্প নেই।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবর্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শহরের পৌর ঈদগাহের পাশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি মজিবুল হক খান চৌধুরী হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় মহাসচিব পিস এস্বাসেডর ও জেলা বিএনপি সদস্য জাকির হোসেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহসভাপতি মুস্তাক রাজা, বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, সদর থানা যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, হাসীম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a comment