কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মাসুদ ফকির (৪৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের দাবি মাসুদ একজন ইয়াবার ডিলার। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ ওই এলাকার মৃত আহসানউল্লাহ ফকিরের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক স¤্রাট ও ইয়াবার ডিলার মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।