বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে বেগমপুরের সুবদপুর মাঠের একটি বাগান থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে। আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থনায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাত সাড়ে ১২টায় বিশেষ অভিযান চালন। এসময় পুলিশ বেগমপুর ইউনিয়নের সুবদপুর গ্রাম মাঠের নেকাবারের মেহগনি বাগান থেকে ৫ জুয়াড়িকে আটক করেন। আটকৃতরা হলো কৃষ্ণপুর মল্লিকপাড়ার আক্কাচ মল্লিকের ছেলে শাজাহান মল্লিক (৩৪), শুকুর আলীর ছেলে হারন অর রশিদ (৩০), সুবদপুরপাড়ার শরিফ উদ্দীনের ছেলে স্বপন আহম্মেদ (২৮), কুন্দিপুর গ্রামের আবুবাক্কার ছেলে আক্কাচ আলী (৩০) ও বোয়ালমারিপাড়ার আবুল মিয়ার ছেলে লিটন (২৮)। এসময় পুলিশ জুয়াড়িদের কাছ থেকে ১ হাজার ৮৭০টাকা এবং জুয়াখেলার সরঞ্জামও উদ্ধার করে। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।