কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১২। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় র্যাব-১২। আটকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিম আহম্মেদ, একই এলাকার আবুল হাসান শেখের ছেলে মুকুল হোসেন ও বাবুল হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে বেশ কিছুদিন ধরে ওই প্রতারক চক্র অনলাইনে ভুয়া মোবাইল সেট বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে মোবাইল দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ঝঁহফধৎনধহ ঊীঢ়ৎবংং ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ ঝুংঃবস খঃফ. এর ভুয়া রশিদ ও ভুয়া জন্মসনদ দেখিয়ে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। বিকাশে টাকা প্রেরণ করা মাত্র ওই বিকাশ নম্বরগুলো বন্ধ করে দিতো তারা। এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। গত বুধবার তারাগুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৬৫ ও ৬৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।