আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলার বিনোদপুর ও খাদিমপুর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদকব্যবসায়ীকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বিনোদপুর ও খাদিমপুর গ্রাম থেকে মাদক বিক্রিকালে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত জিয়ার ম-লের ছেলে মাদকব্যবসায়ী কালু ম-ল (৪৫) দীর্ঘদিন ধরে হাউসপুর ও বিনোদপুর এলাকায় হেরোইন বিক্রি করে। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই পিয়ার আলী ও এএসআই নাজমুল অভিযান চালিয়ে সোয়া গ্রাম হেরোইনসহ কালুকে আটক করে। অপরদিকে আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে মাদকব্যবসায়ী হাসিবুল (৩৫) বেশ কয়েক মাস ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। সে খাদিমপুরসহ আশপাশ এলাকায় নিয়মিত ইয়াবা বিক্রি করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর গোকুলখালী ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খাদিমপুর গ্রামে অভিযান চালিয়ে হাসিবুলকে ইয়াবা বিক্রিকালে আটক করে। পরে তার নিকট থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।