জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইউপি কার্যালয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান প্যানেল চেয়ারম্যান নাসিরুদ্দিন মেম্বার ও ইউপি সচিব আলমগীর হোসেন। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমীন, আলমডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শামীম হাসান, খন্দকার আবেদ হাসান মমিন, মাও. লুৎফর রহমান, মহাম্মদ আলী, কফিল উদ্দিন, শাহনাজ পারভীন, হোসনে আরা প্রমুখ। প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারের ডিজিটাল পরিসেবার ব্যবহার ও মেধার বিকাশ ঘটিয়ে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। এছাড়া বাল্যবিয়ে রোধ, মাদক পরিহার, আত্মহত্যা প্রবনতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা-ের কুফল নিয়ে শিক্ষার্থীদের সাথে আন্তরিক মতবিনিময়ে সন্তোষ প্রকাশ করেন।