স্টাফ রিপোর্টার: আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিটেডের আওতাভুক্ত এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো লিমিটেড চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীণ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ৩৩-১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক সংরক্ষণ কাজের জন্য ২০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হবে।