মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিটিও কৃষিবিদ স্বপন কুমার খাঁ। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মেহেরপুর জেলার নবনিযুক্ত উপপরিচালক কৃষিবিদ ড. মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যসমূহ সুসংগঠিত কৃষক সংগঠনের মাধ্যমে বাজারজাত করণের মাধ্যমে কৃষি পরিবারগুলোর আর্থ সামাজিক উন্নয়ন হবে। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার খুরশীদ আলম, মৎস্য অফিসার শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার আব্দুর রব, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক এস এম কবীর, জেলার ভারপ্রাপ্ত মার্কেটিং অফিসার জিবরাইল হোসেন এবং আইএফএমসি প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাজেদুল হক। সঞ্চালনায় ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। মোনাখালী গ্রামের প্রতিষ্ঠিত কৃষক সংগঠনের ৩৫ জন কৃষক/কৃষানী বাজার সংযোগ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।