মিয়ানমারে পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ নিহত
মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের ওপর পুলিশের গুলিবর্ষণে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। মঙ্গলবার রাতে তারা একটি সরকারি দপ্তর দখলে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। খবরে বলা হয়, বৌদ্ধধর্মাবলম্বী কয়েক হাজার বিক্ষোভকারী একটি অনুষ্ঠান পালনের জন্য প্রাচীন মন্দির চত্বর মরাউকে সমবেত হয়েছিলো। এ অঞ্চলের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সামরিক বাহিনী ব্যাপক দমনপীড়ন চালালেও এটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে। তবে তাদের সমাবেশটি কেন সহিংস রূপ নিলে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে শুরু করতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দিন এ সংঘর্ষ হলো।
বাবার বিয়ে ঠেকাতে অভিনব চেষ্টা চালিয়ে কারাগারে দু’মেয়ে
মাথাভাঙ্গা মনিটর: পুত্রসন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করবেন বাবা। দুই মেয়ে বাবার দ্বিতীয় বিয়েতে রাজি না। তাদের মতে, বাবার আর বিয়ের দরকার নেই। বাবাকে তারা একটি পুত্রসন্তান জোগাড় করে দেবেন। এই ভাবনা থেকে অভিনব চেষ্টা চালাতে গিয়ে দুই বোন রীতিমতো হাসপাতাল থেকে সদ্যজাত পুত্রসন্তান চুরি করে বসেছিলো, যা জানতে পেরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্যের দুই বোন শিবানী দেবী ও প্রিয়ঙ্কা দেবী। এর মধ্যে শিবানী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। আর প্রিয়ঙ্কা স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। দুই বোনই বিবাহিত। রাজ্যের ভরতপুরের এক সরকারি হাসপাতাল থেকে এক নবজাতককে চুরির অভিযোগে মথুরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তাদের ১২ বছরের ভাই দুই বছর আগে মারা যায়। পুত্রসন্তানের আশায় বাবা ফের বিয়ের সিদ্ধান্ত নেন।
কলম্বিয়ায় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১০
মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়ার অ্যান্তিয়োকিয়া প্রদেশের সেগোভিয়া শহরের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে আট সেনা সদস্য ও দুই বেসামরিক ছিলেন। হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন। এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিমান পরিবহন বিভাগের প্রধান জেনারেল হুয়ান ভিসেন্তে ট্রুজিলো বলেছেন, ‘ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এর কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।’ কোনো গোষ্ঠীর হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে এমন ধারণা নাকচ করেছেন তিনি। নিহতদের লাশ উদ্ধারে সেনারা ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানে বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) উপস্থিতি আছে। সম্প্রতি সরকারের সঙ্গে অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গোষ্ঠীটি ফের হামলা চালানো শুরু করেছে।
কঠোর নিরাপত্তার মাঝেই চলছে সালমানের শুটিং
মাথাভাঙ্গা মনিটর: সালমান খান, কয়েকদিন আগে যোধপুরে কৃষ্ণকায় হরিণ হত্যা মামলার হাজিরা দিতে গিয়ে এক গ্যাংস্টারের কাছ থেকে প্রাণনাশের হুমকি পান তিনি। সম্প্রতি তার শুটিং সেটে প্রবেশ করে কয়েকজন বন্ধুকধারী। বন্ধ হয়ে যায় রেস-থ্রি’র শুটিং। এরপর বাড়িয়ে দেয়া হয় সালমানের নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রাণনাশের হুমকি সত্বেও ঝুঁকি নিয়ে শুটিং করছেন সালমান। কড়া নিরাপত্তার মধ্যে রেস-থ্রি সিনেমার টাইটেল সংয়ের দৃশ্যায়নে অংশ নিয়েছেন এ অভিনেতা। পাঁচদিন চলবে এই গানের শুটিং। এতে আরো অংশ নিচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ। আরো ছিলেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি, সাকিব সেলিম।
ভারতীয় মিডিয়া বলছে, সালমান গত সপ্তাহে সহশিল্পী ও পরিচালক রেমো ডিসুজার সঙ্গে রিহার্সেল করেছেন। যদিও তিনি তার বিগ বস রিয়েলিটি শোয়ের ফাইনাল ও অন্যান্য কাজের মধ্যে খুব অল্প সময় দিতে পেরেছেন। তবে সঠিক সময়েই গানের শুটিং শুরু হচ্ছে। গানের জন্য একটি বিশাল সেট তৈরি করা হয়েছে।