মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় গত ১ বছরে আত্মহত্যা করেছে ৪শ’ ২৪জন এবং আত্মহত্যার অপচেষ্টা করেছে ২হাজার ৫শ জন। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে, গত এক বছরের মধ্যে শুধু ডিসেম্বর মাসে এ জেলায় ৪৮জন আত্মহত্যা করেছে। জেলার পরিসংখ্যান অনুযায়ী মহিলাদের আত্মহত্যার সংখ্যা বেশি। এর মধ্যে অনেক শিশুও রয়েছে। প্রায় আড়াই হাজার নারী পুরুষ আত্মহত্যার চেষ্টা চালিয়ে বেঁচে গেছেন। জেলার ৬টি উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে শৈলকুপা উপজেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা। অপর একটি সূত্রে জানা গেছে, এশিয়া মহাদেশের মধ্যে আত্মহত্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষে রয়েছে। তার মধ্যে ঝিনাইদহ জেলা সর্বাধিক অবস্থানে। আত্মহত্যা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হলেও তা উল্লেখযোগ্য নয়। একাধিক ডাক্তারদের সাথে এ বিষয়ে যোগাযোগ করে জানা গেছে, আত্মহত্যার প্রবণতা কমাতে হলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।