আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পল্লি কর্ম সহায়ক ফউ-েশনের (পিকেএসএফ) সহযোগিতায়, রুরাল রিকনস্ট্রাকশন ফাউ-েশনের (আরআরএফ) উদ্দ্যোগে দরিদ্র রোগীদের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরআরএফ কেন্দ্রীয় উপ-র্নিবাহী পরিচালক অ্যানটনি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, আরআরএফ কেন্দ্রীয় উপ-পরিচালক শামীম উদ্দিন খান, আরআরএফ প্রশাসন ও মানব সম্পদ কর্মকর্তা ডা.ম্যনোলিয়া বিশ্বাস, সহকারী পরিচালক, গৌতম কুমার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রোকনুজ্জামান, ডা. রাহাত জামান প্রমুখ। অনুষ্টানটি উপস্থাপনা করেন, কর্মসুচি সমন্ময়কারী মনিরুজ্জামান মুক্ত।