স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাড. মুন্সী আব্দুর রশীদকে চিকিৎসা কল্যাণ তহবিল থেকে ১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেয়া হয়। এ সময় চেক প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ। চেকটি গ্রহণ করেন মুন্সী আব্দুর রশীদ। এ সময় তার ছেলে মুন্সী সাজেদুর রহমান ও বারের লাইব্রেরিয়ান আকছেদ আলী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ জানান, আইনজীবীদের কল্যাণে গঠিত চিকিৎসা ফা- থেকে প্রতি বছর দুইজন আইনজীবীকে এ সহযোগিতা করা হয়। সদস্যরা চাইলে আগামীতে চিকিৎসা কল্যাণ ফা-ের টাকা বৃদ্ধি করা যেতে পারে।
প্রসঙ্গত : জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মুন্সী আব্দুর রশীদ গত ১ বছর যাবৎ পায়ের শিরার সমস্যায় ভুগছেন। ফলে তার হাটাচলা করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।