জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দত্তাইল শুম্ভুনগর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । ফলে ২ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে ।
কুতুবপুর ইউনিয়নের দত্তাইল শুম্ভুনগর গ্রামের একমাত্র রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। জেলা শহরের সাথে বিছিন্নতার পাশাপাশি সকল উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী ।স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ কৃষক, শ্রমিক তথা সমাজের সকল শ্রেণির জনগণকে চরম কষ্টের শিকার হতে হচ্ছে। কৃষিপ্রধান এ এলাকার কৃষিপণ্য সরবরাহের ক্ষেত্রেও দেখা দিচ্ছে সমস্যা। এলাকার অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলেছে রাস্তাটি । রাস্তাটি পাকাকরণের জন্য ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিকসহ চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগি জনসাধারণ।