আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবর্নিমিত ভবনের ছাদ ঢালাই হয়েছে গতকাল মঙ্গালবার বেলা ১১ টার দিকে। ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মুয়নদ্দীন আহমেদ, আব্দুস সামাদ, মজিবুল হক, বাহাউল হক, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক ওদুদ, হাফিজুর রহমান ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, আরিফুল ইসলাম, শরিফুল, নায়ক, সাইফুল ইসলাম প্রমুখ।