ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুডহুদার কার্পাসডাঙ্গা বাজারের দোকান মালিক সমিতি নেতৃব”ন্দের সাথে দামুডহুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের মতবিনিময়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা বাজারস্থ দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যলয় অর্নিবান কাবে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি আজিবার রহমান সিজার।
কমিটির সকল সদস্যদের সাথে পরিচয়ের সময় দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন বলেন, আপনারা সকলেই যুবক আর এ যুব নেতৃত্বই আইনশৃড়খলার উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সব সময় আমি আপনাদের সাথে আছি থাকবো। চাঁদাবাজ কিংবা কোনো সন্ত্রাসীদের ভয় পাবেন না। আমাকে জানাবেন। আমি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিঁষদাত ভেঙে দেবো। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি, সহসভাপতি ইমদাদুল হক ইমন, আবুল কালাম, সহসম্পাদক আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দফতর সম্পাদক সাজিদ হাসান, অর্থবিষয়ক সম্পাদক আরিফুল হক, নির্বাহী সদস্য অরণ্য আতিক, রফিকুল ইসলাম, নাজমুল হক প্রমুখ।