দামুড়হুদার জয়রামুপরে ট্রাক চাপায় ১৩ মাটিকাটা শ্রমিক নিহতের ঘটনায় মামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৩ জন মাটিকাটা শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক রাজিব আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা আমলি আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। বিকেলে তাকে জেলহাজতে পাঠায় পুলিশ। আত্মসমর্পণকারী ট্রাকচালক রাজিব হোসেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় গ্রামের ফরজ আলীর ছেলে।
মামলার বিবরণসূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বটতলা নামকস্থানে একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৫৮৮) শ্রমিক বোঝাই একটি আলমসাধুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৮ শ্রমিক নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শ্রমিক মারা যান। দুর্ঘটনায় রক্তাক্ত আহত হন ১৫ জন। নিহত ১৩ মাটিকাটা শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে। ঘটনার দিন সবাই কাজ খুঁজতে নিজ গ্রাম থেকে আলমডাঙ্গার মন্সিগঞ্জে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গায় সড়কে এ দুর্ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ঘটনার রাতেই দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক মেজবাহ উদ্দীন বাদী হয়ে ঘাতক ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামি করে একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাকচালক রাজিব ও হেলপার জুয়েল রানা পালাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বছরের ২৯ নভেম্বর অভিযুক্ত হেলপার জুয়েল রানা আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি জেলহাজতে রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমজাদ হোসেন ৮ মাস তদন্ত শেষে ওই বছরের ৩০ অক্টোবর আদালতে দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ২৬ নভেম্বর চার্জশিট গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রধান আসামি রাজীব গতকাল সোমবার আত্মসমর্পণ করেন।