হাসাদাহ প্রতিনিধি: জীবননগর কন্দর্পপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক এসএসসি পরীার্থী আত্মহত্যা করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামসুল হক ভদার মেয়ের বিয়ে হয় দর্শনা ইশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের সাথে। তাদের একমাত্র আদরের মেয়ে কানিজ সুবর্ণা ফাতেমা (১৭) নানাবাড়ি কন্দর্পপুর থেকে পড়াশোনা করতো। এবার সে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীার্থী ছিলো। নানারবাড়ির পাশের জাফরের ছেলে আজিজুল (২৫) এর সাথে ফাতেমার গোপনে মন দেয়া-নেয়া চলছিলো। একপর্যায়ে তাদের ভেতরে মনমালিন্য হলে, গত সোমবার দুপুর ১২টার দিকে সবার অজান্তে ফাতেমা নানারবাড়ির করে আড়ার সাথে গলায় দঁড়ি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ফাতেমাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত ও ম”তপ্রায় অব¯’ায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়। পরে সদর হাসপাতালে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে ম”ত ঘোষণা করেন। এ ব্যাপারে জীবননগর থানার এসআই হাবিবের সাথে কথা বললে, তিনি বলেন ‘ফাতেমার আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনা¯’লে গিয়ে আত্মহত্যার আলামত পেয়ে নিশ্চিত হই যে এটা আত্মহত্যা ছিলো। এ আত্মহত্যার ব্যাপারে আমাদের জীবননগর থানায় কোনো মামলা করা হয়নি। কিš’ এ বিষয়ে যশোর সদরে একটি ইউডি মামলা হয়েছে বলে আমি জানতে পারি।’