আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযানে প্যাথেডিন ব্যবসায়ী শাফায়েত ও গাঁজাসেবী সুজন আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্যাথেডিন ব্যবসায়ী শাফায়েত ও মাদকসেবক সুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ওসমানপুর ও জগন্নাথপুর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার শ্রীরামপুর জগন্নাথপুর গ্রামের মৃত চেতন মণ্ডলের ছেলে শাফায়েত (৪০) দীর্ঘদিন ধরে প্যাথেডিন বিক্রি করে। গতকাল মঙ্গলবার দুপুরে শাফায়েতকে প্যাথেডিন বিক্রিকালে হাতেনাতে আটক করে পুলিশ। এছাড়াও হারদী ওসমানপুর গ্রামের সহেদ আলীর ছেলে সুজনকে গাঁজাসেবনের অপরাধে আটক করে পুলিশ। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।