মেহেরপুর অফিস: মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা রাখায় আইজিপি পদক পেয়েছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। এ উপলে জেলার পুলিশ বিভাগের প থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার আনিছুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ উপ¯ি’ত ছিলেন।