হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহ বাজারে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলেছে। গত শনিবার গভীররাতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অবস্থিত বেবী হোটেলে চুরির ঘটনা ঘটেছে। বেবী হোটেলের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমি আমার হোটেল রাত ১১টার দিকে বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন ভোরবেলার দিকে হোটেল খুলতে এসে দেখি, দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে, দোকানের ভেতরে ঢুকে দেখতে পায় যে ক্যাশ বাক্সে রাখা নগদ সাড়ে তিন হাজার টাকাসহ বেশকিছু মিষ্টি ও কোমলপানীয় চোরেরা নিয়ে গেছে।’ একই রাতে বাজারের অপর এক দোকান কুতুব ট্রেডার্সে চোরের দল চুরির উদ্দেশে তালা ভাঙার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। কুতুব ট্রেডার্সের স্বত্বাধিকারী কুতুব উদ্দীন মিয়া বলেন, যে আমি রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়, পরের দিন সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের সার্টারের তালা ভাঙার চেষ্টা করা করা হয়েছে। হাসাদাহ বাজারে কোনো নৈশ্যপ্রহরী না থাকায় একের পর এক চুরির ঘটনা ঘটতেই চলেছে। বাজারের ব্যবসায়ীরা খুবই আতঙ্কে দিনযাপন করছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ব্যবসায়ীমহল।
১০ টনের রাস্তায় ৩২ টন পণ্য : জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ১০টন ক্ষমতাসম্পন্ন রাস্তায় ৩২টন পাথর বোঝাই করে চলার অপরাধে ৯ ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। জাহাঙ্গীর আলম জানান, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা রোডে গড় ১০ টন ক্ষমতাসম্পন্ন সড়কে অবৈধভাবে ৩২ টন পাথর ভর্তি ট্রাক নিয়ে চলাচল করার দায়ে ৯ ট্রাক চালককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।