স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভায় আজ থেকে দু’দিন লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি দিয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পৌরসভার সচিবের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেন তারা।
আলোচনাসভায় কেন্দ্র ঘোষিত রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে কাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। এ কর্মবিরতির সাথে একাত্মতা ঘোষণা পূর্বক কর্মসূচি পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দাবি আদায়ের লক্ষ্যে সম্মানিত পৌর নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস। বক্তব্য রাখেন পৌর সভার সচিব, কাজী শরিফুল ইসলাম, মো. মোয়াজ্জেন হোসেন, উপদেষ্টা, জেলা কমিটি ও পৌর কমিটির অন্যান্য সদস্যগণ। আলোচনাসভায় পৌর কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।