স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভুলটিয়ায় মোবাইল নিয়ে দেবর ভাবির কলহের জেরে ভাবি সোনিয়া খাতুনকে পিটিয়ে আহত করলো দেবর শামীমসহ তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলা সদরের নয়মাইল ভুলটিয়া গ্রামের তেলীপাড়ায়। গতকাল রাতে আহতাবস্থায় সোনিয়া খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়া খাতুন ভুলটিয়া তেলীপাড়ার মঙ্গলের ছেলে কুয়েত প্রবাসী আজাদ আলীর স্ত্রী। এ সময় হাসপাতালের শয্যায় আহত সোনিয়া ও তার মা ছামেনা খাতুন অভিযোগ করে বলেন, আজাদ গত ৩ মাস আগে কুয়েত থেকে এক মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে। পরিবারের সবার জন্য কমবেশি কিছু আনলেও একমাত্র ভাই শামীমের জন্য আনে দামি একটা স্যামস্যাং মোবাইল ফোন। আজাদের ছুটি শেষ হলে তিনি কুয়েত চলে যান। কদিন আগে কি এক কথা নিয়ে ভাবি সোনিয়ার সাথে দেবর শামীমের কথাকাটাকাটির একপর্যায়ে শামীম তার মোবাইল ফোন সোনিয়াকে ফেরত দেয়। এনিয়ে দেবর-ভাবির মনোমালিন্যের সৃষ্টি হয়। গতকাল রাতে শামীম তার ভাবি সোনিয়ার কাছে মোবাইল ফেরত চাইতে গেলে তাদের দুজনের ভেতর বাগবিত-ার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে শামীম সোনিয়াকে কিলঘুসি মারতে থাকে। সোনিয়া তার শ্বশুর-শাশুড়ির নাম ধরে খারাপ ভাষা বলতে থাকলে তার শ্বশুর মঙ্গল ও শাশুড়ি ফিরোজা বেগম মিলে সোনিয়ার চুল ধরে টানা হেঁচড়া করে এবং ঘরের মেঝেতে ফেলে পা দিয়ে দোলে চটকে আহত করে। সোনিয়ার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। তারা সোনিয়াকে সেখান থেকে উদ্ধার করে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।