জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ৯টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বাহারি ফেস্টুন উড়িয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল শেষ দিনে সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামজামি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই বাবুল হোসেন, জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএ মান্নান, আওয়ামী লীগ নেতা রিপন শাহ, ডা. আবুল কালাম আজাদ, ডা. হামিদুল ইসলাম প্রমুখ। সিনিয়র শিক্ষক শামীম হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক কফিল উদ্দিন, মহাম্মদ আলী, খন্দকার আবেদ হাসান মমিন, শাহনাজ পারভীন, উসমান গনি টুটুল, মল্লিকা খাতুন, হোসনে আরা, মাওলানা লুৎফর রহমান প্রমুখ।