মহেশপুর প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রবীণ ছাত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি আব্দুল আজিজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আসাদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, অ্যাড. বজলুর রহমান, জীবননগর কলেজের প্রভাষক জামানুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু মিয়া, খবিবার রহমান লাভলু, মাসুদুর রহমান রতন, মিজানুর রহমান, জাফর উল্লাহ প্রমুখ। প্রস্তুতিসভায় আগামী ১০ মার্চ পুনর্মিলনীর তারিখ নির্ধারণ হয় এবং ৩০ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সভাপতি পুনর্মিলন সফল করার জন্য জীবননগর এবং মহেশপুর উপজেলার সকল ছাত্রদের আহ্বান জানান।