স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জুড়ানপুর গ্রামবাসী ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। স্থানীয় শিক্ষক মহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারি ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন (এপিপি), সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, হাবিল হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবির ও জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক মনিরুদ্দিন মালিতা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি সেলিম উদ্দিন খান, ফজলুর রহমান, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, শহিদুল ইসলাম সাহান, অ্যাড. শফিকুল ইসলাম ও শফিউল কবির ইউসুফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা, স্মারক শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘২০০০ সালের বন্যায় জুড়ানপুর গ্রামবাসীর সহযোগিতা পেয়েছি। এখন নির্বাচিত কমিটির সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভালো কিছু পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। সেজন্য রেডক্রিসেন্ট ইউনিট জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই।’
রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান বলেন, ‘জুড়ানপুরবাসীর বেশকিছু সমস্যা রয়েছে। এরমধ্যে চান্দামারী মাঠে রাস্তা নির্মাণ, মাদরাসার ছাদ তৈরি, ঈদগাহ’র মাটি ভরাট ও সরকারি প্রাইমারি স্কুলের উপকরণ সঙ্কট রয়েছে। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেছে গ্রামবাসী।’ অনুষ্ঠানের প্রধান অতিথি রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন গ্রামীণ মানুষের কাছে সেবা পৌঁছুতে পারে সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেসকল দাবি-দাওয়া রয়েছে তা আপনাদের চাওয়া-পাওয়া নয়, এটা সরকারের চাওয়া-পাওয়া। গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ অবকাঠামোতে যেখানে অন্য কোনো সংস্থা পৌঁছুতে পারে না, সেখানে উন্নয়ন করার চেষ্টা করি। আগামী দিনে এগুলো বাস্তবায়ন করা হবে। যে সম্মান গ্রামবাসীরা দিলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। কমিটির নেতৃবৃন্দকে আপনারা বিচক্ষণভাবে নির্বাচিত করেছেন। সেক্রেটারি ফজলুর রহমান দিন রাত পরিশ্রম করে রেডক্রিসেন্ট ইউনিটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পারলে আজীবন থাকবেন তিনি।’