ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অভিভাবক সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দিন খুশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়নপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, ইউপি সদস্য রুহুল আমিন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মঈনুল ডা., আবুল কালাম আজাদ পাহাড়, জমির উদ্দিন, সহ-সভাপতি মাসুদ রানা, সিএমসি সদস্য আবুল কালাম আজাদ, ছানাউল্লাহ, হাসানুজ্জামান পান্না, আবুল বাশার, শিক্ষক আরিফুর রহমান, জাহিদুল ইসলাম, মুন্নিয়ারা, সাইদুর রহমান লিপু, শাহিন উদ্দিন, রনো ডাক্তার, লাজু মল্লিক, মনি মল্লিক, জাকারিয়া, মুকুল মিয়া, মখলেছুর রহমান ডালিম, মিরাজুল ইসলাম মধু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াছেক। অনুষ্ঠান শেষে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শিক্ষার্থী মুসফিকুর রহমান মেহেরাব, সাদিকুজ্জামান কনক, মিস তাসনিম জাহান ও হুমাইরাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রধান করা হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ ইকবাল সুমন।