আলমডাঙ্গা থানা পুলিশের অভিনব কৌশল : ব্রিজমোড়ে অবস্থান
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ৩শ’ ২০ পিস ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী শিলাকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ব্রিজমোড় নামকস্থান থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ইদ্রিস নিজ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গত শুক্রবার রাতে ইদ্রিসকে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের এসআই শাখাওয়াত, গিয়াস ও এসএসআই মোস্তফা কামাল। তাকে থানায় এনে ইয়াবার উৎস জানতে চাইলে ইদ্রিস জানায় শিলা নামের এক নারী তার কাছে ইয়াবার বড় চালান দিয়ে যায়। এর আগেও শিলা ইদ্রিসকে কয়েক দফা ইয়াবার চালান দিয়েছে। তারা একেক সময় একেক স্থানে ইয়াবার হাত বদল করে।
এ তথ্য পাওয়ার পর পুলিশ কৌশল অবলম্বন করে। পুলিশের কথামতো থানা থেকেই ইদ্রিস শিলাকে ফোন করে ইয়াবার চালান চায়। শিলা ইদ্রিসের ফোন পেয়ে ৩শ’ পিস ইয়াবা নিয়ে রওয়ানা দেয়। ইয়াবা হাত বদলের স্থান নির্ধারণ করা হয় সাতগাড়ি নামক একটি মাঠের ভেতর। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গার ব্রিজমোড়ে একটি বাস এসে থামে। পুলিশ আগে থেকেই ব্রিজমোড়ে অবস্থান নিয়েছিলো। বাস থেকে নেমে আসে ২৫ বছর বয়সী সুন্দরী এক মেয়ে। ইদ্রিসের দেখানো মতে এ সুন্দরী মেয়েটিই শিলা। পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে বেরিয়ে আসে ইয়াবার একটি পুটলি। গুনে দেখা যায় তাতে ৩শ’ পিস ইয়াবা রয়েছে। মাদকব্যবসায়ী শিলা জানায়, তার পুরো নাম শাহানা আফরোজ শিলা। চুয়াডাঙ্গার মাদকজোন খ্যাত দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে সে। শিলা তার বাবার বাড়িতে থেকে ইয়াবার পাইকারি ব্যবসা করে থাকে। তবে শিলার ইয়াবার উৎস কি তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশ ইয়াবার উৎস উদ্ধারে শিলাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় শিলা ও ইদ্রিসের নামে আলাদা আলাদাভাবে মাদক নিয়ন্ত্রন আইনে দু’টি মামলা হয়েছে।