দর্শনা বিজিবি ক্যাম্পে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

দর্শনা অফিস: প্রচ- শীতে সারাদেশের মানুষ যবুথবু অবস্থায় রয়েছে। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চুয়াডাঙ্গা-৬ বিজিবির উদ্যোগে দর্শনা বিজিবি ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ১০৯জন বয়স্ক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চুয়াডাঙ্গা বিজিবির ক্যাপ্টেন ডা. নাবীলা তাসনিম। মেডিকেল সহকারী হিসেবে ছিলেন নায়েক হুমায়ুন কবির, সিপাহী ফজলুল হক ও ফয়সাল। সার্বিক সহযোগিতায় ছিলেন, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন।