দামুড়হুদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করেছে শহিদুল নামের অভিযুক্ত এক মাদককারবারিকে। শহিদুলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে গতকাল শনিবার বিকেলে থানার এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা কেরুজ বাজার মাঠ এলাকায়। এসময় পুলিশ গ্রেফতার করেছে দর্শনা পৌর এলাকার আজমপুরের নবীছ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ওরফে হৃদয়কে। পুলিশ শহিদুলকে গ্রেফতার করলেও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় নাস্তিপুরের জনৈক মানিকসহ ২জন। পুলিশ বলেছে, শহিদুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা। এ ঘটনায় এএসআই মহিউদ্দিন বাদী হয়ে গতকালই শহিদুল, মানিক ও আমিরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শহিদুল নিজেকে বহনকারী বলে দাবি করেছে। সে বলেছে, মানিক এ গাঁজা আমার কাছে দিয়ে হল্টস্টেশনের আমিরুলের কাছে পৌঁছে দিতে বলে।