দামুড়হুদায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভায় ওসি আকরাম হোসেন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দশমী কৃষক সমিতির উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে দশমী কৃষক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন, যুবলীগ নেতা শাহিন উদ্দীন, আ.লীগ নেতা আবু বক্কর, বিল্লাল মালিথা, নজরুল ইসলাম নজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি আকরাম হোসেন সকলের সহযোগিতা কামনা করে বলেন, এলাকায় কারা কারা মাদক ব্যবসা করে, কোথায় কোথায় গাঁজা সেবন করা হয় আপনারা তথ্য দিয়ে জানাবেন। মাদকের সাথে কোনো আপোষ নেই। হাতে গোনা গুটি কয়েক চাঁদাবাজ এলাকা অশান্ত করে তুলেছিলো। সম্মানিও কাউকে অসম্মান করলে ছাড় দেয়া হবে না। এ ছাড়া যারা ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদের হয় ভালো হয়ে যেতে হবে না হলে এলাকা ছাড়তে হবে। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন সাব রেজিস্ট্রি অফিস, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা থেকে যে চাঁদা উঠানো হতো আমি তা বন্ধ করে দিয়েছি। এরপরও যদি কেউ চাঁদা তুলতে যায় তাহলে তার বিষদাঁত ভেঙে দেয়া হবে। তিনি বাল্যবিয়ের বিষয়ে সকলকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়ে আরও বলেন আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কার সাথে মেশে, কি করে খোঁজ রাখতে হবে। তাহলে এলাকায় ইভটিজিংয়ের মতো ঘটনা আর ঘটবে না। এছাড়া আগামি সংসদ নির্বাচনের আগে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো গোষ্ঠি যেনো আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখারও আহবান জানান তিনি।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সমিতির কার্যালয় থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অ্যাড. অহিদুল আলম মানি খন্দকার, শেখ গোলাম শওকতসহ কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান।