আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মহিলা কলেজ যাত্রী ছাউনির পেছনে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৩জনকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, পৌর এলাকার স্টেশনপাড়ার পরামেশ^রের ছেলে লালু ও কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের চান্টু খাঁ’র ছেলে মজিবর রহমান, একই গ্রামের মৃত সুবিদ ম-লের ছেলে হাসেমসহ বেশ কয়েকজন মিলে মহিলা কলেজ যাত্রী ছাউনির পেছনে জুয়া খেলছিলো। জুয়া খেলার সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এএসআই নাজমুল ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় বাকিরা পালিয়ে গেলেও ৩জনকে আটক করে পুলিশ। আজ রোববার ৩ জুয়াড়িকে জুয়া আইনের ৪ ধারায় আদালতে সোপর্দ করা হতে পারে।