আলমডাঙ্গায় চুরি মামলার সন্ধেহভাজন আসামি সোহাগ আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার সন্ধেহভাজন আসামি সোহাগকে আটক করেছে। গতপরশু রাতে বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহাগ (২৮) শাদা ব্রিজ এলাকার মুদি দোকানের চুরি মামলার সন্ধেহভাজন আসামি। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।