মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড একাদশ। সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান করে অসিরা। জাতীয় দলের বাইরে থাকা দল নিয়ে গঠন করা হয় অস্ট্রেলিয়ার একাদশ। দলের পক্ষে ট্রাভিস ডিন সর্বোচ্চ ৬২ ও ম্যাকেঞ্জি হার্ভি ৫৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি এবং লিয়াম প্লাংকেট ও মঈন আলী ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ২৫৯ রানের টার্গেট ৫৫ বল বাকি রেখেই স্পর্শ করে ইংল্যান্ড। অধিনায়ক ইয়োইন মরগান ও অ্যালেক্স হেলস জোড়া হাফসেঞ্চুরি করেছেন। হেলস ৩৫ বলে ৫২ রান করে ফিরলেও ৭৬ বলে অপরাজিত ৮১ রান করেন মরগান।
মেলবোর্নে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। গেল সপ্তাহে শেষ হওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারে ইংলিশরা।