দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার ২য় দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের তিনটি ভাগে বিভক্ত করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশ গ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ। মেলা প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে পসড়া সাজিয়েছেন ৬০টি প্রতিষ্ঠান। দৃষ্টিনন্দিত সাজে সাজানো স্টলগুলো জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা। এছাড়া মেলার প্রথম দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের (৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণির) ৫ হাজার ছাত্র-ছাত্রীকে একটি করে টিফিন বক্স এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির) ৬৪জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করেন। এ দিকে উন্নয়ন মেলার ২য় দিনে অর্থাৎ গতকাল শুক্রবার কুইজ প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীসহ উপস্থিত থাকার বিষয়ে সরকারিভাবে নির্দেশনা থাকলেও হাতে গোনা দু একটি স্কুলের শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষককেই উপস্থিত থাকতে দেখা যায়নি।