দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদি বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করেছে ঝাঁজাডাঙ্গার অভিযুক্ত মাদক কারবারি শাহজামালকে। আটককৃতের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েক রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের কামারপাড়া ব্রিজ নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে ব্রিজের ওপর থেকে আটক করা হয় ঝাঁজাডাঙ্গা গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহজামালকে (২৫)। তার কাছ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ১ কেজি গাঁজা। এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় শাহজামালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ফুলবাড়িয়া ক্যাম্পের নায়েক আমিনুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে বুইচিতলা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। রাত ৮টার দিকে বড়বলদিয়া ক্যাম্পের নায়েক আলাউদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে বড়বলদিয়া মাঠ থেকে উদ্ধার করেছেন ১৯০ বোতল ফেনসিডিল। একই সময় মুন্সিপুর ক্যাম্পের সুবেদার দুলাল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে কুতুবপুর থেকে উদ্ধার করেছেন ৩৬ বোতল ফেনসিডিল। দর্শনা জয়নগর আইসিপি ক্যাম্পের হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে বিএসপি মাঠ থেকে উদ্ধার করেছেন ১৯০ বোতল ফেনসিডিল। ৪টি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদককারবারিকে।