দর্শনা অফিস: আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে লোককারু শিল্প মেলা ও লোকজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি থাকবেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলাসহ গ্রাম বাংলার অসংখ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে লাঠি খেলার জন্য সুযোগ পেয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া লাঠিয়াল দল। বাংলাদেশ লোককারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক রবিন্দ্র গোপ স্বাক্ষরিত পত্রে আকন্দবাড়িয়া লাঠিয়াল দলের সভাপতি ধীরু বাউল তার দল নিয়ে নির্ধারিত দিনে লাঠিখেলা প্রদর্শনের জন্য বলা হয়েছে। সে লক্ষ্যে আকন্দবাড়িয়া লাঠিয়াল দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।