আলমডাঙ্গা হারদী মহনপাড়ার হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ শামসুল আবেদীন খোকন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী মহনপাড়ার হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ শেখ শামসুল আবেদীন খোকন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হারদী মহনপাড়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং পরিদর্শন শেষে লিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়নের জন্য অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হারদী হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ের সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি মহিউদ্দিন, সম্পাদক রবিউল ইসলাম মেম্বার, মুক্তিযোদ্ধা ফাকের আলী, হাজি চান্দ আলী, তাজেম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, আজাদ মেম্বার, টিপু মেম্বার, নাসির উদ্দিন, মুকুল মোল্লা, সনোয়ার মেম্বার, তৈয়ব মোল্লা, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিনুল ইসলাম, সাজু মালিথা, মজিবার রহমান, হারদী মসজিদের ইমাম হাফেজ মোরশেদ আলমসহ হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগে ভোট দেয়ার আহ্বান করেন। তিনি আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।