আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হারদী এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করেছে। তাদের স্বীকারোক্তিতে প্রাগপুরের চিহ্নিত ইয়াবাব্যবসায়ী তানভীরসহ ৩ মাদককারবারি আটক।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল শুক্রবার বিকেলে হারদী এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করে। এরা হলেন, আলমডাঙ্গা শহরের আব্দুল গণির ছেলে কাইয়ুম ও থানাপাড়ার হারু মোল্লার ছেলে পলিন। পরে তারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রাগপুরের হেলালের ছেলে তানভীরের নিকট থেকে ইয়াবা ও হেরোইন ক্রয় করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পরে পুলিশ প্রাগপুর গ্রামে অভিযান চালায়। সে সময় এলাকার চিহ্নিত ইয়াবাব্যবসায়ী তানভীরকে আটক করে। তানভীরকে আটকের পর প্রাগপুরের এক প্রবাসীর স্ত্রীসহ ২জন জনপ্রতিনিধি তাকে মুক্ত করতে জোর তদবির চালায় বলে এলাকায় জোর গুঞ্জন উঠেছে।