স্টাফ রিপোর্টার: জীবননগরের শিয়ালমারী হাটে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে শ্যালক-দুলাভাই হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের পুরাতনপাড়ার রমজান ম-লের ছেলে মিল্টন (৪০)। তিনি পেশায় কৃষক। গতকাল বৃহস্পতিবার সকালে তার বাবাকে সাথে নিয়ে জীবননগর শিয়ালমারী পশুহাটে গরু কেনার উদ্দেশে বের হয়। পথিমধ্যে শ্বশুর বাড়ি হাজরাহাটি থেকে শ্যালক আলম বিশ্বাসকে সাথে নেন। চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর থেকে যশোরগামী শাপলা পরিবহনযোগে রওনা হয়। মিল্টনের বাবা রমজান জানান যে বাসে যাচ্ছিলাম সেই বাসে প্রচ- ভিড় ছিলো। আর মিল্টন ও আলম ছিলো এক সিটে আর আমি ছিলাম পেছনের সিটে। ভিড়ের মাঝে সুযোগ বুঝে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের হয়তো কোনো কৌশলে অজ্ঞান করে। শিয়ালমারী পশু হাটে পৌঁছে দেখি দুজনই অচেতন অবস্থায় আছে। এসময় তাদের নিকট থাকা ৩৫ হাজার টাকা ও এক মোবাইলফোন হাতিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।